IQNA

ভিডিও | আব্দুল বাসিতের সুললিত কণ্ঠে সূরা হাক্কাহ'র তিলাওয়াত

ইকনা- বিশ্বের অন্যতম ক্বারি আব্দুল বাসিতের সুললিত কণ্ঠে সূরা হাক্কাহের ১ থেকে ৪ নম্বর আয়াতের তেলাওয়াতের ভিডিও আপলোড করা হল:

বিশ্বের অন্যতম ক্বারি আব্দুল বাসিতের সুললিত কণ্ঠে সূরা হাক্কাহের ১ থেকে ৪ নম্বর আয়াতের তেলাওয়াতের ভিডিও আপলোড করা হল:
 
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
অসীম দয়াময় ও অনন্ত করুণাময় আল্লাহর নামে
 
الْحَاقَّةُ ﴿۱﴾
এক অবশ্যম্ভাবী সত্য ঘটনা।
مَا الْحَاقَّةُ ﴿۲﴾
সেই অবশ্যম্ভাবী সত্য ঘটনা কী?
وَمَا أَدْرَاكَ مَا الْحَاقَّةُ ﴿۳﴾
কি তোমাকে অবশ্যম্ভাবী সত্য ঘটনা (কিয়ামত) সম্পর্কে অবহিত করল? 
كَذَّبَتْ ثَمُودُ وَعَادٌ بِالْقَارِعَةِ ﴿۴﴾
 আ’দ ও সামূদ সম্প্রদায় মহাপ্রলয় অস্বীকার করেছিল। 
captcha